• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:৩৯:৩১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পলাশে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৭ জুলাই ২০২৪ বিকাল ০৪:০১:৪১

সংবাদ ছবি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর জয় মৃধা (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ জুলাই বুধবার দুপুরে উপজেলার পারুলীয়ার রামাইনন্দী গ্রামের রহিম উদ্দিনের বাড়ির পাশের এক ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয় মৃধা ওই গ্রামের ফজর আলী মৃধার ছেলে। সে পারুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, গতকাল (মঙ্গলবার ১৬ জুলাই) রাত ৮টার দিকে জয় মৃধা মোবাইলে রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তার কোনো খোঁজ না পেয়ে বুধবার সকালে থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবারের সদস্যরা।

এদিকে দুপুরে স্থানীয় বাসিন্দারা প্রতিবেশী রহিম উদ্দিনের বাড়ির পাশের একটি ঝোপে ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না দুর্ঘটনা তা তদন্তের পর জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ