• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:৪২:৪৫ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

২২ মে ২০২৪ বিকাল ০৪:২৮:৩৮

সংবাদ ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় মোশারুল ইসলাম সরকার মটরসাইকেল প্রতীক নিয়ে ১ লক্ষ ৬ হাজার ৬৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরুনাংশু দত্ত টিটো আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ৪২৪ ভোট।

জেলার রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান পদে আহম্মদ হোসেন বিপ্লব ঘোড়া প্রতীক নিয়ে ৪৪ হাহার ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সইদুল হক আনারস প্রতীক নিয়ে ৩৪ হাজার ১৮০ ভোট পেয়েছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রশিদ টিউবওয়েল প্রতীক নিয়ে ১ লক্ষ ৫ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা উড়োজাহাজ প্রতীক নিয়ে ৭৩ হাজার ১৮৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসহুরা বেগম হুরা কলস প্রতীক নিয়ে ১ লক্ষ ৩ হাজার ৮০০ ভোট পেয়েছেন।

অপরদিকে জেলার রাণীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সোহেল রানা টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৩ হাজার ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজান আলী বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৮৩ ভোট।  

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সারমিন আক্তার হাঁস প্রতীক নিয়ে ৩২ হাজার ৭৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদা ইয়াসমিন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ১৭৫ ভোট।

২১ মে মঙ্গলবার ভোটগ্রহণ ও গণনা শেষে রাত ১০টার দিকে রাণীশংকৈল উপজেলা পরিষদ হল রুমে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা। তিনি বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর এবং রাণীশংকৈল উপজেলার মোট ভোট সংখ্যা ৫ লক্ষ ৬০ হাজার ৫৬৬। কাস্ট হয়েছে ৬১.৭৬%। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নতুন সম্পর্ক খুঁজছেন তামান্না
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:৩৪