• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৩৮:৫৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত

৩ মে ২০২৪ সকাল ০৭:৫৮:০০

সংবাদ ছবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ জন আরোহী নিহত হয়েছেন। ১ মে বুধবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার সাদ্দাম বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–শহরের টালিপাড়া এলাকার মৃত কাদেরের ছেলে আবু সাঈদ বাদশা (৫০) ও একই এলাকার আব্দুল হাই খানের ছেলে ওয়াহেদ ইউসুফ খান ওরফে লিটন (৫২)। তারা দুজন সম্পর্কে বন্ধু।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোটরসাইকেলে করে দুই বন্ধু মজমপুর গেট থেকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ধরে সাদ্দাম বাজার মোড় হয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে সার্কিট হাউজের সামনে বিপরীত দিক থেকে আসা ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরতর আহত হয়।

পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য রাতেই লিটনকে ঢাকায় রেফার করেন। নিহত আবু সাঈদ বাদশা হাসপাতাল মোড়ের মলি স্টোরে স্বত্বাধিকারী ছিলেন এবং ওয়াহেদ ইউসুফ খান ওরফে লিটন সংবাদপত্রে কাজ করতেন।

নিহতের ভাতিজা নাব্বির আল নাফিজ জানিয়েছেন, আগামীকাল বাদ জুম্মা লিটন চাচার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে। আর বৃহস্পতিবার বাদ জোহর বাদশার চাচার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি। তবে কাভার্ডভ্যানের কাউকে আটক করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:৪৪

সংবাদ ছবি
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:০৬

সংবাদ ছবি
আজও হতে পারে বৃষ্টি
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:২৫





সংবাদ ছবি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪
১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৩১