• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৩৩:০১ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছায় বুড়িমারী এক্সপ্রেস আটকে দিলো হাজারো জনগণ

১৩ মার্চ ২০২৪ রাত ০৮:০২:৫৮

সংবাদ ছবি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটিকে প্রায় ১ ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ সমাবেশ করেছে হাজারো সাধারণ মানুষ। বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ দলে দলে গণ জমায়েত হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটায়।

১২ মার্চ মঙ্গলবার আনুষ্ঠিকভাবে যাত্রা শুরু করে বহুল প্রতীক্ষিত বুড়িমারী এক্সপ্রেস। চৌদ্দ বগির ৬৫৩টি আসেনের আন্ত:নগর এই ট্রেনটি রংপুরের অন্যতম গুরুত্বপূর্ণ পীরগাছা রেলস্টেশনে স্টপেজ না থাকায় স্থানীয় জনগোষ্ঠীর মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের প্রতি সমর্থন জানিয়ে রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, পীরগাছা স্টেশনে এই ট্রেন যাত্রা বিরতির দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে মতামত চাইলে আমি এই স্টেশনে যাত্রা বিরতির সুপারিশ করবো।

স্থানীয়রা জানান, যতদিন পর্যন্ত যাত্রা বিরতির দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা এবং রাত ১০টায় রেলপথ অবরোধ করে ন্যূনতম ৩ মিনিট থামিয়ে রাখা হবে।

তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, পীরগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
সাঘাটায় ভেকু মেশিন চুরির সময় ৭ জনকে আটক
১০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৯:৫৬




সংবাদ ছবি
রেকর্ড ভেঙে সোনার ভরি এখন ১ লাখ ৮৬ হাজার
১০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৪৪:৪৬