• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:২১:৩৬ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজৈরে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:২৯:০৮

সংবাদ ছবি

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে রাজৈর উপজেলা চত্বরের শহীদ মিনারের পাদদেশে রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি প্রভাত ফেরি বের হয়।

পরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাজৈর আসমত আলী খান মিলনায়তনে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম শাহীন চৌধুরী।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, রাজৈর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সেখ ফজলুল হক বাবুল ও সাবেক রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দর আলী সেখ।

এছাড়াও আরও বক্তব্য রাখেন রাজৈর উপজেলা যুবলীগের আহ্বায়ক রেদওয়ানুল হক রেজন, বদরপাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. গোলাম ফারুক হাওলাদারসহ অনেকে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করল সিআইসি
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:১৬:৫১



সংবাদ ছবি
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৩:৪৫

সংবাদ ছবি
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুজন আটক
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৩:২১