• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ রাত ০৮:১২:৫৫ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সংসদে কুমিল্লা উত্তরকে প্রশাসনিক জেলা রূপান্তরের দাবি জানালেন এমপি আবুল কালাম

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:০৭:৩৫

সংবাদ ছবি

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: নাগরিক সেবা আরও সহজলভ্য করার জন্য কুমিল্লাকে ২টি প্রশাসনিক জেলায় রুপান্তর করার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধায় জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের বক্তব্য দেওয়াকালে এসব দাবির কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ এমপি বলেন, বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। জাতির পিতা যে সোনার বাংলাদেশের সপ্ন দেখিয়েছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছি।  এক সময় হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছিলেন 'তলাবিহীন ঝুড়ি'। তার দেশেরই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কেনিয়াতে গিয়ে বলেছিলেন 'বাংলাদেশ মডেল' অনুসরণ করার জন্য।

শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আবুল কালাম আজাদ বলেন, বৃহত্তর কুমিল্লার জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন অনবদ্য ভূমিকা রেখেছে, তেমনি তাঁরা দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা-সংস্কৃতি, রাজনীতি, রেমিট্যান্স অর্জনসহ সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যে বঙ্গবন্ধু কন্যা কুমিল্লাকে একটি নতুন বিভাগ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। যার বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর ইলিয়টগঞ্জে এক জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন যে, একাদশ  জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলাকে প্রশাসনিক জেলায় রুপান্তর করা হবে। কিন্তু আজ পর্যন্ত প্রশাসনিক জেলার কোন কার্যক্রম শুরু হয়নি। ১৮টি থানার এই বৃহৎ জেলার নাগরিক সেবা আরও সহজলভ্য করার জন্য কুমিল্লাকে ২টি প্রশাসনিক জেলায় রুপান্তর করার দাবি জানান এমপি আবুল কালাম আজাদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
১০ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১০:২৩



সংবাদ ছবি
৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৫৯

সংবাদ ছবি
শাওমি নিয়ে এলো আকর্ষণীয় রেডমি প্যাড ২
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০২





সংবাদ ছবি
কালিয়াকৈরে টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৪:২১