• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৩৬:২১ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

৫ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৩০:২৪

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ৫ বছর বয়সী এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রী তার নিজ শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মাদ্রাসা থেকে মাসউদ আজহার নামে এক শিক্ষককে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাসউদ আজহার উপজেলার দরবস্ত এলাকার চাক্তা গ্রামের রাওজাতুল ইসলাম চাক্তা নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন। গত বৃহস্পতিবার তার মাদ্রাসায় চলতি বছরে নতুন ভর্তি হওয়া এক শিশু শিক্ষার্থীকে সকালে একা পেয়ে কৌশলে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরের দিন শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে সে তার মাকে বিষয়টি অবগত করে। পরে শিশুর মা তার প্রবাসী স্বামীকে বিষয়টি জানান।

এদিকে ৪ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় ভিকটিম ওই শিশুটিকে নিয়ে তার মা জৈন্তাপুর থানায় আসেন এবং অভিযোগ দায়ের করেন।

ভিকটিম ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক সাহিদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চাক্তাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাসউদ আজহারকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম ওই শিশুকে সিওমেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

তিনি জানান, ২০২৩ সালে এই রকম অভিযোগে তাকে আটক করা হয়েছিলো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
এবার ভারতে আন্দোলন শুরু
১০ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৩:৫২


সংবাদ ছবি
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
১০ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১০:২৩



সংবাদ ছবি
৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৫৯

সংবাদ ছবি
শাওমি নিয়ে এলো আকর্ষণীয় রেডমি প্যাড ২
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০২