• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪২:৩৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের সরকার: পররাষ্ট্রমন্ত্রী

২৯ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৪৯:১১

সংবাদ ছবি

নীলফামারী প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা যখন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি তখন বিএনপি কই, বিএনপিকে খুঁজে পাওয়া যায় না। যখন পাওয়া যায় তখন তারা পেট্রোল বোমা মারে। আর জাতীয় পার্টি কই, তাদের খুঁজে পাওয়া যায় না। তারা এখন রওশন এরশাদ আর জিএম কাদের এই দুইটি নিয়ে ব্যস্ত আছেন। শুধু আওয়ামী লীগেই জনগণের কাছে আছে।  

২৮ জানুয়ারি রোববার সন্ধ্যায় নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বলে বেড়াচ্ছে আওয়ামী লীগ নাকি ভারত, রাশিয়া ও চীনের সরকার, কিন্তু তারা আমাদের বন্ধু রাষ্ট্র। আওয়ামী লীগ জনগণের, খেটে খাওয়া ও শীতার্ত মানুষের সরকার।

তিনি বলেন, বিএনপি গতকাল কালো পতাকা মিছিল করেছে। জনগণ বিএনপিকে নির্বাচনের মাধ্যমে কালো পতাকা দেখিয়েছে। আর বিদেশিদের কাছে ধরনা ধরেছিল, কোনো লাভ হয় নাই। বিদেশিরা তাদের লাল পতাকা দেখিয়ে দিয়েছে।

বিএনপির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ভারত-চীন বা রাশিয়ার সরকার নয়। আওয়ামী লীগ জনগণের সরকার। এদেশের মানুষের সরকার। 
তিনি বলেন, আমাদের সাথে ভারত-রাশিয়া চীনের সাথে যেমন ভালো সম্পর্ক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সাথেও আমাদের ভালো সম্পর্ক। এ কারণে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।

নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজিত রায় নন্দী, ফরিদুন্নাহার লাইলী, আমিরুল ইসলাম আমিন, হোসনে আরা ডালিয়া, সাহাবুদ্দিন ফরাজিসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দরা।

পরে ছিন্নমূল পাঁচ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ভেদরগঞ্জে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৩০



সংবাদ ছবি
শান্তিনগরে মি. ডি আই ওয়াই’র পঞ্চম স্টোর উদ্বোধন
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:১৪

সংবাদ ছবি
সরিষাবাড়ীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১০:৩০


সংবাদ ছবি
বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪