• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:০৪:৫৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাকিমপুরে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন শিবলী সাদিক

৯ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৩৯:০১

সংবাদ ছবি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে তৃতীয় বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী শিবলী সাদিক।

এ ‍উপলক্ষে ৮ জানুয়ারি সোমবার রাত ৯টার দিকে হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি।

কুশল বিনিময় শেষে শিবলী সাদিক বলেন, আজকের এই বিজয় দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের প্রাপ্তি। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় তৃতীয়বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছি। আমার এ বিজয় আপনাদের উৎসর্গ করে দিলাম। আমার নির্বাচনী এলাকার গরীব, দুঃখী  অসহায় মেহনতি মানুষের যে আশা আকাঙ্খা ও চাওয়া সেটি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের উপহার দিতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, সোহরাব হোসেন প্রতাপ, আশরাফ আলী, আব্দুল লতিফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫