• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ১০:১০:০৭ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়া সহকারী প্রধান শিক্ষক পরিষদের সভাপতি অঞ্জন, সম্পাদক সায়েম

২৬ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:০২:৫৩

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় সহকারী প্রধান শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ২৫ ডিসেম্বর সোমবার রাঙ্গুনিয়া বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অঞ্জন কুমার দেকে সভাপতি ও রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এতে রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল আজিজকে সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তারেক হোসেনকে অর্থ সম্পাদক ও বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথি নাথকে দফতর সম্পাদক ঘোষণা করা হয়।

সদ্য ঘোষিত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ করে পরবর্তী সভায় তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত হয়।

পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাফর উদ্দিনের সভাপতিত্বে সভার সঞ্চালনায় ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তারেক হোসেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ