• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:৩৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নৌকা প্রতীক পেয়ে ভোটারদের উদ্দেশ্যে যা বললেন সাকিব

১৮ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৩:১৪

সংবাদ ছবি

মাগুরা প্রতিনিধি: মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৮ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটানিং কর্মকর্তা আবু নাসের বেগ তার হাতে প্রতীক তুলে দেন।

প্রতীক পেয়ে সাকিব আল হাসান সাংবাদিকদের জানান, মাগুরা থেকে আমি অনেক কিছু পেয়েছি, আমার আর কিছু পাওয়ার নাই। এখন আমি মাগুরার জন্য কিছু করতে চাই।

তিনি বলেন, আমার সাথে আরও চারজন প্রার্থী আছে, তারা সবাই যোগ্য। এখন সবকিছু ভোটারদের হাতে, তারা যাকে পছন্দ করবে; তারই নির্বাচিত হওয়ার  সুযোগ থাকবে। প্রচেষ্টা থাকবে আমরা যেন ভোটকেন্দ্রে বেশি ভোটার টানতে পারি।

তিনি আরও বলেন, এটা আসলে তাদেরই দায়িত্ব, তাদের প্রতিনিধি হিসেবে তারা কাকে নির্বাচিত করবে । ভোটাররা যেন আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে এসে নিজের ভোট নিজে দিয়ে আগামী পাঁচ বছরের জন্য তাদের  প্রতিনিধি নির্বাচন করেন। উপস্থিত জনতার কাছে তিনি নিজের জন্য ভোট চান ও দোয়া প্রার্থনা করেন।

এসময় মাগুরা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীরেণ শিকদারের হাতে নৌকা প্রতীক তুলে দেন রিটানিং কর্মকর্তা। এছাড়াও মাগুরা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সায়েফিন সাইফকে লাঙ্গল প্রতীক ও মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী মুরাদ হোসেনকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উল্লেখ্য, মাগুরা-১ আসনে সাকিবের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ৪ জন প্রার্থী। এছাড়া মাগুরা-২ আসনেও নৌকা প্রতীকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন প্রার্থী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুইটি আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ভেদরগঞ্জে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৩০



সংবাদ ছবি
শান্তিনগরে মি. ডি আই ওয়াই’র পঞ্চম স্টোর উদ্বোধন
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:১৪

সংবাদ ছবি
সরিষাবাড়ীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১০:৩০


সংবাদ ছবি
বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪