• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ রাত ০৮:৫৪:৫৮ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চট্টগ্রাম থেকে অপহৃত শিশু কক্সবাজার থেকে উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেফতার

১১ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১০:২৮

সংবাদ ছবি

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: মানবিক কারণে রোহিঙ্গা যুবক মোহাম্মদ নুর (২১)-কে মুরগীর ফার্মে চাকরি দেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা মোহাম্মদ ফরিদ। কিন্তু সেই নুরই ফরিদের ছেলে মিনহাজকে ট্রেন দেখানোর কথা বলে অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। তারপর বিভিন্ন মুঠোফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

১০ ডিসেম্বর রোববার দিবাগত গভীর রাতে কক্সবাজারের একটি রিসোর্ট থেকে অপহৃত শিশু ও অপহরণকারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে প্রাথমিক তদন্ত শেষে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

অপহৃত আব্দুল্লাহ আল মিনহাজ (৭) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাগান পাড়া এলাকার মোহাম্মদ ফরিদুল আলমের ছেলে। গ্রেফতার মোহাম্মদ নুর উখিয়ার বালুখালী ক্যাম্প-৯’র বাসিন্দা শাহ আলমের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ৮ ডিসেম্বর চুনতি এলাকার মুরগির ফার্ম থেকে সম্প্রতি চালু হওয়া ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন দেখার কথা বলে শিশু মিনহাজকে নিয়ে যায় নুর। বিভিন্ন স্থানে ঘোরানোর পর মুঠোফোনে পরিবারের কাছে শিশুটিকে হত্যার হুমকি দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নুর।

দুই ধাপে পরিবারটি ৪০ হাজার টাকা পাঠানোর পরও শিশুটিকে ছেড়ে দেয়নি অপহরণকারী। এরপর থেকে শিশুটির কোন খোঁজ না পেয়ে থানায় অভিযোগ করে পরিবার। পরবর্তীতে বিষয়টি নিয়ে মাঠে নামে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

ডিবি আরও জানায়, বিভিন্ন মাধ্যমে তদন্তের পর কক্সবাজার পৌর শহরের হোটেল-মোটেল জোনের প্রিন্স রিসোর্ট নামে একটি হোটেলের কক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী মোহাম্মদ নুরকেও গ্রেফতার করে তারা।

টানা ৪০ ঘণ্টার অভিযানের কথা জানিয়ে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় ছদ্মবেশে চাকরি ও বসবাস শুরু করেছে। যার কারণে দ্রুত অপরাধ করে পালানোর সুযোগ থাকে তাদের। প্রায় ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। অন্যথায় প্রাণের ঝুঁকিতে ছিল শিশুটি।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতার নুরের ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আরও কোন চক্র জড়িত রয়েছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ
১০ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২১:১৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
১০ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১০:২৩



সংবাদ ছবি
৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৫৯

সংবাদ ছবি
শাওমি নিয়ে এলো আকর্ষণীয় রেডমি প্যাড ২
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০২