• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৯:২৬ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিরাজগঞ্জে জোড়া খুন মামলার ৩ আসামি গ্রেফতার

২ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৪:২৫

সংবাদ ছবি

চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২-এর সদর কোম্পানির সদস্যরা।

২ ডিসেম্বর শনিবার ভোর রাতে গাজীপুর সদর থানার পূর্ব বাংলা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার ইছামতী গ্রামের আজাহার আলীর ছেলে দুলাল খান, আব্দুল মজিদ খানের ছেলে আসাদুল খান ও দুলাল খানের ছেলে ইউনুস খান।

র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার ভোর রাতে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল গাজীপুর জেলার সদর থানার পূর্ব বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জোড়া খুন মামলার ৩ আসামিকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায় যে, আসামিদের সাথে বাদী মো. হাবিবুর রহমান খানের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই শত্রুতার জেরে গত ১৯ অক্টোবর আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তার ছোট ভাই এবং ভাতিজাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই বাদীর ছোট ভাই আল আমিন খানের মৃত্যু হয়। বাদীর ভাতিজা মো. আল আমিন শেখকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেফতার আসামিদের সিরাজগঞ্জ সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৫৯

সংবাদ ছবি
শাওমি নিয়ে এলো আকর্ষণীয় রেডমি প্যাড ২
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০২





সংবাদ ছবি
কালিয়াকৈরে টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৪:২১