• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:৫৭:০১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনীতে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত ৮

২৪ নভেম্বর ২০২৩ সকাল ১১:১৭:৫৭

সংবাদ ছবি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ভুট্টা বোঝায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গাংনী পৌর এলাকার চৌগাছার দক্ষিণ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন গাংনী উপজেলার কাথুলী গ্রামের মামুনের স্ত্রী শাবানা খাতুন (৩৫), কুল বাড়িয়া গ্রামের আকলেচুরের স্ত্রী খাদিজা খাতুন (৪৮), ধলা গ্রামের রকিবের ছেলে নাঈম (১৬), মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের আনিস আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৬), একই এলাকার মৃত আকছের ছেলে ভোলা (৪৮), মৃত রফিকের ছেলে আসাদুল (৪০), মৃত মুরাদের ছেলে সাজেদুল (৫০) ও কুষ্টিয়া শহর এলাকার হাসিবের ছেলে নাঈম (২৪)।

স্থানীয়রা জানান, গাংনী বাজার থেকে একটি লেগুনা কাথুলি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় এবং ভুট্টা বোঝাই ট্রাকটি রাস্তার উল্টে যায়। এ সময় আহত হন ৮ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হাবিবুর রহমান জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আসাদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪



সংবাদ ছবি
নতুন সম্পর্ক খুঁজছেন তামান্না
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:৩৪