• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:৫০:০১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌদ্দগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২০ নভেম্বর ২০২৩ রাত ০৮:০৫:১৫

সংবাদ ছবি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক ও চুরি মামলার আসামী মো: এবাদুল হক সোহাগ (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

১৮ নভেম্বর শনিবার রাত এগারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলকরা ইউনিয়নের দত্তসার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহাগ ফেনী জেলার সদর থানার ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছার গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত জাফর আহাম্মদের ছেলে।

২০ নভেম্বর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত এগারটায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলকরা ইউনিয়নের দত্তসার এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবাদুল হক সোহাগ প্রকাশ একরামুল হক সোহাগকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২টি মাদক ও ২টি চুরির মামলা রয়েছে৷

রোববার দুপুরে চৌদ্দগ্রাম থানায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি ত্রিনাথ সাহা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ