• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ১০:০৮:৪১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধ্যনগরে নতুন ইউএনও হিসেবে অতীশ দর্শী চাকমার যোগদান

১৪ নভেম্বর ২০২৩ রাত ০৯:২০:০৮

সংবাদ ছবি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন অতীশ দর্শী চাকমা। এর আগে অতীশ দর্শী চাকমা ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

১৪ নভেম্বর মঙ্গলবার সকালে যোগদানকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সহকারী কমিশনার (ভূমি) মো. ওলিদুজ্জামান ও মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনসহ উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় ইউএনও অতীশ দর্শী চাকমা দায়িত্বপালনে সবার সহযোগিতা চান।

জানা যায়, অতীশ দর্শী চাকমা ৩৫ তম বিসিএস কর্মকর্তা। তিনি খাগড়াছড়ি জেলা সদর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ