• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:০৮:০৫ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরে শীতের আমেজে ব্যস্ত সময় পার করছে লেপ-তোষক কারিগররা

১১ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫১:০৮

সংবাদ ছবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: পৌষ-মাঘ না এলেও শীতের আগমনী বার্তায় বইতে শুরু করেছে হিমেল হাওয়া। আর শীত এলে কদর বাড়ে লেপ-তোষকের। শীতের আগমনীবার্তা আসার সঙ্গে সঙ্গে ধুনারীদের তুলা ছাঁটাই ও লেপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে মাদারীপুর শিবচরের লেপ-তোষক কারিগররা।

সপ্তাহ দুয়েক ধরে এ জেলায় শীত ও কুয়াশা পড়তে শুরু করেছে। ভোরবেলায় কুয়াশায় ঢেকে যায় সবুজ মাঠ। সামনে পৌষ ও মাঘ মাস শীতকাল। তাই মানুষজন আগে ভাগেই লেপ-তোষক বানাতে শুরু করেছে।

এই সময়ে সাধারণ মানুষ ভিড় জমান লেপ-তোষকের দোকানগুলোতে। পাতলা কাঁথার আবেশ ভুলে লেপের উষ্ণতা উপভোগ করতে চান সবাই। যে কারণে লেপ-তোষক বিক্রির ধুম পরেছে।

এছাড়াও মেয়ের জামাইয়ের বাড়িতে বালিশ-লেপ-তোষক দেওয়াটাও একটি ঐতিহ্য রয়েছে এ অঞ্চলের মানুষের। তাই লেপ-তোষক কারিগরদের এখন দম ফেলার সময় নেই। বিরামহীনভাবে কাজ করছেন তারা। কেউ কেউ পুরনো লেপ ভেঙে নতুন করে বানিয়ে নিচ্ছেন। আবার কেউ নতুন তুলা দিয়ে তৈরি করে নিচ্ছে লেপ, তোষক ও বালিশ।

শিবচর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন এই এলাকার লেপ-তোষকের কারিগর ও দোকান মালিকরা। তাদের একজন কালাচান খলিফা। উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বেইলী ব্রিজ বাজারে তার দোকান। তিনি বলেন, হালকা শীত পড়ায় লেপ-তোষক বিক্রি বেড়েছে।

কথা হয় একই এলাকার দোকানদার আলতাফ ফরাজির সাথে। তিনি জানান, শীত বাড়ায় অন্য সময়ের তুলনায় বেচাকেনা একটু বেশি বেড়েছে।

জানা গেছে, লেপ তোষকের পাশাপাশি বিভিন্ন কোম্পানি নামে-বেনামে বিছানার ফোম তৈরি করে বিক্রি করছে। তাছাড়া বিদেশ থেকে আমদানি করা এক ধরনের মোটা লেপ ও বিভিন্ন কোম্পানির কম্বলে আগ্রহী হয়েছেন অনেকে।

আরও জানা গেছে, জিনিসপত্রের (তুলা-কাপড়) দাম বেশি থাকার কারণে এ বছর আগের তুলনায় একটু দাম বেশি নিচ্ছে।

লেপ-তোষক কারিগর ও ব্যবসায়ীদের তথ্যমতে তুলা ভেদে লেপ-তোষকের দাম কম বেশি হয়ে থাকে। পলি, শিমুল, পিসি, মাহিশা, ফাইবার, কার্পাস, উল, ব্লাজারসহ বিভিন্ন রকমের তুলা আছে বাজারে। তবে শিমুল ও কার্পাস তুলার লেপ-তোষক বা বালিশের দামের পার্থক্য আছে। মজুরিও একেক রকম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:৪৪

সংবাদ ছবি
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:০৬

সংবাদ ছবি
আজও হতে পারে বৃষ্টি
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:২৫