• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৩৪:৫৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

৪ লেন হচ্ছে সিলেট-তামাবিল মহাসড়ক

৪ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫০:১৫

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ৪ লেনে উন্নীত হচ্ছে সিলেট-তামাবিল ৫৬.১৬ কিলোমিটার মহাসড়ক। ৪ নভেম্বর শনিবার দুপুরে তামাবিল সড়কের সুরমা গেট এলাকায় তামাবিল মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প প্যাকেজ-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।

এসময় মন্ত্রী বলেন, সিলেট-ঢাকা সড়কের ব্যয় ১৭ হাজার কোটি এবং সিলেট-তামাবিল সড়কের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। তবে কাজ একটু দীর্ঘায়িত হবে, কারণ অনেক জায়গায় জমি অধিগ্রহণে দেরি হয়েছে। স্থানীয় নেতৃত্ব ও স্থানীয় মিডিয়াকে বলবো যেখানে কাজ দেরি হচ্ছে সেখানে যান এবং দেরির কারণ অনুসন্ধান করুন। তাহলে কাজ দ্রুত হবে।

কাজে দেরি হলে এর ব্যয় বেড়ে যায় উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন কাজ সঠিকভাবে হচ্ছে কি না সেটা মনিটরিং করা আপনাদের দায়িত্ব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল মহাসড়কের পীর হবিবুর রহমান চত্বর থেকে তামাবিল পর্যন্ত সড়কের দৈর্ঘ্য মোট ৫৬.১৬ কিলোমিটার। পৃথক এসএমজিটি লেনসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, দক্ষিণ এশিয়া জাতি গোষ্ঠীর মধ্যে উপ-আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক ও দেশীয় বিনিয়োগ বৃদ্ধি করা, প্রকল্প এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জীবন জীবিকার মান উন্নয়ন, স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং একটি নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ।

প্রকল্পের আওতায় রয়েছে, ৫টি সেতু, ২২টি কালভার্ট, ১১টি ফুটওভার ব্রিজ, ৭টি বাস স্ট্যান্ড, ৬টি ইউলুপ এবং ১টি টোলপ্লাজা।

উন্নয়ন প্রকল্পটি ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ায় কথা রয়েছে। প্রকল্পের সহযোগিতায় রয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:৪৪

সংবাদ ছবি
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:০৬

সংবাদ ছবি
আজও হতে পারে বৃষ্টি
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:২৫





সংবাদ ছবি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪
১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৩১