• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:৪০:৫৭ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করুন: এমপি মহিব

৩ নভেম্বর ২০২৩ সকাল ১০:৫৮:২২

সংবাদ ছবি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব বলেছেন, গরীব-অসহায় ও দুস্থ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে আওয়ামী লীগ। তাই শেখ হাসিনার কোনো বিকল্প নেই, নৌকার কোনো বিকল্প নেই। পাশাপাশি তিনি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান।

২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে সরকারি বিভিন্ন ভাতা ও উপকারভোগীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে করা এ সভায় হাজারও সুবিধাভোগী নারী-পুরুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব্বুর রহমান বলেন, সারা পৃথিবীতে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি এখন বিশ্বনেত্রী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও শিক্ষা ভাতা যেভাবে দিয়ে যাচ্ছেন, তা আগে কোনো সরকার দেননি। তিনি গৃহহীনদের গৃহ দিয়েছেন, ভূমিহীনদের ভূমি দিয়েছেন। তিনি চান এদেশের সমস্ত মানুষ যেন সুখে-শান্তিতে থাকতে পারে। তাই নিজের জীবন বাজি রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নতুন সম্পর্ক খুঁজছেন তামান্না
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:৩৪