• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:৪৯:১৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু গ্রেফতার

৩ নভেম্বর ২০২৩ সকাল ০৭:২৩:৪৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২ নভেম্বর বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ডিবি প্রধান হারুন অর রশীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি প্রধান বলেন, ‘আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে কিছুক্ষণ আগে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

তাঁর বিরুদ্ধে ২৮ অক্টোবরে সহিংসতায় দায়ের করা একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন অভিযানে থাকা ডিবির একাধিক কর্মকর্তা।

এর আগে, ২ নভেম্বর বৃহস্পতিবার ভোরে গুলশান থেকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ চারজনকে।

সন্ধ্যায় গুলশান থেকে গ্রেফতার করা হয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ