• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০৬:০৬ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবরোধে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে মৌলভীবাজার পুলিশ

২ নভেম্বর ২০২৩ দুপুর ০১:৫৪:২৯

সংবাদ ছবি

মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধে মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ হতে দেখা যায়নি। অবরোধের তৃতীয় দিনেও পূর্বের মতো পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। নিয়মিত টহল দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের।

২ নভেম্বর বৃহস্পতিবা সকালে শেরপুর হাইওয়ে সড়কে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে টহল দিতে দেখা যায়।

সড়কে দূরপাল্লার বাস ব্যতিত সাধারণ যাত্রী ও পথচারীরা নিরাপদে তাদের নিজস্ব কর্মস্থলে যাতায়াত করছে । শহরে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে সকাল থেকে সব ধরনের দোকান-পাট খোলা রয়েছে। সড়কের মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী থানা পুলিশের সদস্যরা।

পৌর বাসস্ট্যান্ডের এক সিএনজি ড্রাইভার জানান, সকাল থেকে গাড়ি নিয়ে বের হয়েছি। পৌর এলাকা থেকে শহরগামী লোকাল যাত্রী পাওয়া যাচ্ছে। সড়কে তেমন কোন জামেলা নেই। পুলিশের সদস্যরা টহল দিচ্ছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, পুলিশকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে জামায়ত-বিএনপি প্রমাণ করেছে, তারা নাশকতা সৃষ্টিকারী, দেশদ্রোহী কাজে লিপ্ত, প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে হবে। সেজন্য সর্বদা প্রস্তুত রয়েছি।

মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, রায়গঞ্জে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত অবরোধ বা হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। শেরপুর হাইওয়ের অংশে বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৫৯

সংবাদ ছবি
শাওমি নিয়ে এলো আকর্ষণীয় রেডমি প্যাড ২
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০২





সংবাদ ছবি
কালিয়াকৈরে টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৪:২১



সংবাদ ছবি
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করল সিআইসি
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:১৬:৫১