• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:২৮:০২ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধে বিশ্ব নেতৃত্বের প্রতি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর আহ্বান

২৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২১:২৬

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি হামলা এবং এই জাতিগোষ্ঠিকে গুঁড়িয়ে দেওয়ার অভিযানে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে অবিলম্বে এই সংঘাত বন্ধ, অবোধ শিশু-নারী-নিরস্ত্র সাধারণ মানুষকে অন্যায়ভাবে হত্যা বন্ধ করার পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।

একইসাথে অস্ত্র প্রতিযোগিতায় আল্লাহ্ প্রদত্ত সম্পদের অনর্থক অপচয় বন্ধ করে ক্ষুধামুক্ত মানব সমাজ পুনর্গঠনে আত্মনিয়োগ করার জন্য তিনি পরাশক্তিগুলোর প্রতি আবেদন জানান।

সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বাংলাদেশে আন্তঃধর্মীয় চেতনার বিকাশ ও সহাবস্থানের ঐতিহ্যকে শুভেচ্ছা জানিয়ে আসন্ন দুর্গাপূজায় উপাসনাকারীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ