• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ রাত ০৯:৪৫:৫৭ (08-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দরিদ্র পরিবারের স্বপ্নপূরণে হাবিপ্রবি শিক্ষার্থীর প্রজেক্ট উজ্জীবন

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীর উদ্যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হতদরিদ্র পরিবারের স্বপ্ন পূরণে বাস্তবায়ন করা হলো “প্রজেক্ট উজ্জীবন”। এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের সহায়তায় উপজেলার ২৭টি পরিবারের মাঝে ৫৪টি ছাগল বিতরণ করা হয়।৭ সেপ্টেম্বর রোববার তেঁতুলিয়া উপজেলার ইকো মহানন্দা কটেজে আয়োজিত অনুষ্ঠানে আলোচনাসভা ও ছাগল হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এলজি বাংলাদেশের কর্পোরেটের মার্কেটিং আ্যাসিসটেন্ট ম্যানেজার কাজী ফয়সাল-আল-আহসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও সরকারি কলেজের (অব.) অধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের মো. আব্দুল মজিদ। এঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুর রশীদ। এছাড়া উপকারভোগী ২৭টি পরিবারের সদস্য বৃন্দ, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, ‘যে পরিবারগুলো আর্থিক দিক থেকে দীর্ঘ দিন ধরে সংগ্রাম করে যাচ্ছে, তাদের মুখে হাসি ফোটানোর জন্য এবং তাদের জীবনে নতুন সম্ভবনার দরজা খোলার জন্য এই ছাগলগুলো প্রদান করা হয়। পাশাপাশি উপকারভোগী পরিবারগুলোকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য হাতিয়ার হয়ে কাজ করবে এই ছাগলগুলো।’হাবিপ্রবির শিক্ষার্থী ফেরদৌস হাসানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ-প্রোগ্রাম ২০২৫ এর অ্যাম্বাসেডর, হাবিপ্রবি শিক্ষার্থী হারুনুর রশিদ। আরও বক্তব্য রাখেন উপকারভোগী আনোয়ারা বেগম।