• ঢাকা
  • |
  • সোমবার ৫ই কার্তিক ১৪৩২ সকাল ১১:১০:৪০ (20-Oct-2025)
  • - ৩৩° সে:

২০২৬ সালের রমজান ও ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ প্রকাশ

১৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৬:৪৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২৬ সালের রমজান মাসের জন্য মুসলমানদের মধ্যে ইতোমধ্যেই অপেক্ষা শুরু হয়েছে। বছর ঘুরে মাত্র কয়েক মাস বাকি থাকায় ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানতে আগ্রহী। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা ও ঈদ উদযাপনের জন্য এই তারিখগুলো গুরুত্বপূর্ণ।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২০২৬ সালে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠবে। কিন্তু সেইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত চলে যাবে, ফলে খালি চোখে তা দেখা যাবে না। তাই ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু না হয়ে, ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

Ad
Ad

তিনি আরও জানিয়েছেন, ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন হবে এবং একই দিন ঈদুল ফিতর পালিত হবে। ২০২৬ সালে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ—সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, কাতার ও কুয়েতে রমজানের প্রথম কয়েকদিন প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।

Ad

রমজান মাস যত এগোবে, রোজার সময় বাড়বে এবং শেষের দিকে এটি ১৩ ঘণ্টা হবে। সউদী আরবের চাঁদ দেখা কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। যদিও তাদের নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা করার ইতিহাস রয়েছে।

বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান ও ঈদ উদযাপনের প্রথা অনুসারে, ২০২৬ সালে বাংলাদেশের জন্য রমজানের প্রথম দিন ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর ২১ মার্চ হতে পারে। মুসলমানদের জন্য এটি রোজা ও ইবাদতের একটি গুরুত্বপূর্ণ সময়। তথ্যসূত্র : আল-আরাবিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
স্বাক্ষরের অপেক্ষায় ইকসুর গঠনতন্ত্র
২০ অক্টোবর ২০২৫ সকাল ১০:০৩:১৭




Follow Us