• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ১২:৫৯:০৫ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

লন্ডন বা ভারত থেকে দেশ চলবেনা : ফয়সাল

১৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৮:৩৩

সংবাদ ছবি

নরসিংদী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নরসিংদী-১ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফয়সাল বলেছেন, ‘ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে মানবোনা। আমরা পিন্ডিকে দূর করেছি একাত্তরে, ২৪শে ভারতকে দূর করেছি। এখন আর ভারত গোনার সময় আমাদের নেই। লন্ডন বা ভারত থেকে দেশ চলবেনা, বাংলাদেশের মানুষই দেশ চালাবে। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

Ad

১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নরসিংদীতে এনসিপির বিজয় র‌্যালী ও প্রতিরোধযাত্রা শেষে পৌরসভার সামনে এক পথসভায় তিনি এ কথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে ও ৭২ সালে এক স্বৈরশাসক আমাদের মাথার উপর চেপে বসেছিল। শেখ মুজিবুর রহমানের ভুল অর্থনৈতিক পলিসির কারণে ৭৪ সালে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই একই ভুল পলিসিতে ১৭ বছর আওয়ামীলীগ দেশ চালিয়েছে। আসলে এটা ভুল পলিসি না এটা ভারতের ষড়যন্ত্র ছিল। বাংলাদেশ যাতে উপরে না উঠতে পারে।

তিনি ভারতকে সতর্ক করে বলেন, আপনারা যদি জুলাই যোদ্ধাদের উপর কোন ধরনের হামলা করেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চলবে না। ভারত এখনো তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার ভাই হাদী এখনো হাসপাতালে, বাঁচবে কিনা তা জানিনা। সে যদি মরে যায় তাহলে ভারতকে বলতে চাই তোমাদের সবচেয়ে বড় কোম্পানি ম্যারিকোকে বাংলাদেশে চলতে দিব না। বাংলাদেশে চলবে আমাদের দেশিয় পণ্য।

এসময় এনসিপির নরসিংদী জেলার সদস্য সচিব আওলাদ হোসেন জনিসহ জেলা ও মাধবদী থানার এনসিপি, ছাত্র শক্তি ও  যুব শক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নরসিংদী শহরের পৌর পার্ক থেকে বিজয়ের মাসে বিজয় র‌্যালী ও প্রতিরোধ যাত্রা শুরু করেন এনসিপির নেতৃবৃন্দ।  র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us