• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:৫৭:৫৬ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

টাঙ্গাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাবেশ, ১৪৪ ধারা জারি

৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৫২:১৪

সংবাদ ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ‘ছাত্র সমাবেশকে’ কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শনিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোছা. আকলিমা বেগম এ আদেশ জারি করেন।

রোববার বিকাল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ ডেকেছে কাদেরিয়া বাহিনী। একই সময়ে সেখানে ‘ছাত্র সমাজ’ ব্যানারে সমাবেশের কর্মসূচিও রয়েছে।

গত ১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুক্তিযোদ্ধা সমাবেশ করার আবেদন করেন যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল। সমাবেশে অতিথির তালিকায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও আছেন।

এদিকে ছাত্রসমাজের ব্যানারে একইস্থানে সমাবেশের অনুমতি চেয়ে ৫ সেপ্টেম্বর লিখিত আবেদন করেন রনি মিয়া নামের এক ব্যক্তি। তবে রনি মিয়ার মোবাইল নম্বর ও পুরো ঠিকানা আবেদনে উল্লেখ করা হয়নি।

রনি মিয়া বলেন, সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের পুর্নবাসন করার চেষ্টা চলছে। আওয়ামী ফ্যাসিস্টদের যেন পুর্নবাসন করতে না পারে, সেজন্য আমরা ছাত্রসমাজ সমাবেশের ডাক দিয়েছি। আমাদের সমাবেশ খুবই শান্তিপূর্ণভাবে হবে। যত বাধা-বিপত্তি আসুক, নির্ধারিত স্থানেই সমাবেশ করব।

যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, “অনুমতি চেয়ে আমরা আগে আবেদন করেছি। আমাদের মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বানচালের জন্য তারা একইস্থানে সমাবেশ ডেকেছে।

“তারা আমাদের অনুষ্ঠানের আগে বা পরদিন সমাবেশ করতে পারতেন। তাদের সঙ্গে তো আমাদের কোনো প্রতিহিংসা নেই। ইতোমধ্যে আমরা অতিথিদের দাওয়াত দিয়েছি।”

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, “একই জায়গায় দুই সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি হয়েছে। এ ব্যাপারে আমরা তৎপর রয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সেনাবাহিনীর টহল টিমও থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম বলেন, একই সময়ে দুই পক্ষ সমাবেশ করলে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ