• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:০০:৪৬ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

শিল্প ও সংস্কৃতি

ভালুকা সাংস্কৃতিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সুজন

৩ মার্চ ২০২৪ দুপুর ১২:৫৮:১১

সংবাদ ছবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাংস্কৃতিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উক্ত সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার, ময়মনসিংহের উপপরিচালক (উপসচিব) মো: সফিকুল ইসলাম।

ভালুকা সাংস্কৃতিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আলি আহসান কবিরের সভাপতিত্বে উক্ত সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্বাহী পরিষদ সদস্য মো: সারওয়ার জাহান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভালুকা আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌরসভা মেয়র ভালুকা ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভালুকা মো: আলী নূর খান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এবং এপোলো ইন্সটিটিউট ভালুকার অধ্যক্ষ এ আর এম সামছুর রহমান।

উপজেলার ১১টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত ভালুকা সাংস্কৃতিক ফোরামের সম্মেলনে সৃষ্টি শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জাহাঙ্গীর আলমকে সভাপতি ও কলকাকলী সংগীত বিদ্যালয়ের পরিচালক সুজন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এসময় ফোরামভুক্ত ১১টি সংগঠনের পরিচালক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তি করেন সংগঠনসমূহের শিল্পীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ দল
১১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:০৯:৩০

সংবাদ ছবি
স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেফতার
১১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৪৮:৫৪