• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:৫৮:৪৭ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

ঈদের তৃতীয় দিনেও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: আসিফ মাহমুদ

৯ জুন ২০২৫ দুপুর ১২:০৩:৫০

সংবাদ ছবি


নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ঈদের তৃতীয় দিনেও চলবে কোরবানী করা পশুর বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রম।

Ad

৮ জুন রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

Ad
Ad

আসিফ মাহমুদ লিখেন, "ঈদের দিনসহ পরবর্তী দুই দিন—মোট তিন দিন ধরে কোরবানি হয়ে থাকে। সেই অনুযায়ী দ্বিতীয় দিনেও পশু কোরবানি হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেদিনও বর্জ্য তৈরি হয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, ঈদের দ্বিতীয় দিনে কোরবানিকৃত পশুর বর্জ্য নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে, যা প্রকৃতপক্ষে ওই দিনের কোরবানির বর্জ্যই। তবে অনেকেই সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি না করলেও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা সম্ভব হয়েছে।

"এই পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদের তৃতীয় দিনেও চলমান থাকবে," যোগ করেন তিনি।

এর আগে ঈদের দিন রাতেও দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, "৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদের আনন্দ বিসর্জন দিয়ে আমাদের জন্য একটি সুন্দর ঈদ উদযাপন নিশ্চিত করেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

উল্লেখ্য, ধর্মীয় বিধান অনুযায়ী ঈদুল আজহার তৃতীয় দিনেও পশু কোরবানি দেওয়া যায়। সে অনুযায়ী, সিটি কর্পোরেশনগুলোর পক্ষ থেকেও তৃতীয় দিনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১


Follow Us