• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ রাত ০৯:০২:১০ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

বিবিসির বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মানহানির মামলা ট্রাম্পের

১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৪৪:৫৩

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) বিরুদ্ধে বিশাল অঙ্কের মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারির তার দেওয়া ভাষণের একটি সম্পাদিত অংশ ‘প্যানোরামা’ নামক প্রামাণ্যচিত্রে ব্যবহার করার অভিযোগে তিনি এই আইনি পদক্ষেপ নিলেন।

Ad

১৬ ডিসেম্বর মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

ফ্লোরিডায় দায়ের করা আদালতের নথি অনুযায়ী, সম্প্রচার মাধ্যমটির বিরুদ্ধে মানহানি ও বাণিজ্য আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন ট্রাম্প। তিনি এই দুটি অভিযোগের প্রতিটির জন্য ৫ বিলিয়ন ডলার করে মোট ১০ বিলিয়ন ডলারের (প্রায় এক হাজার কোটি ডলার) ক্ষতিপূরণ দাবি করেছেন।

ট্রাম্পের আইনি দলের অভিযোগ, বিবিসি ইচ্ছাকৃত ‘বিদ্বেষপূর্ণভাবে ও প্রতারণামূলকভাবে’ তার বক্তব্য সম্পাদনা করে তাকে হেয় করেছে। গত মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি ২০২৪ সালে মার্কিন নির্বাচনের আগে যুক্তরাজ্যে প্রচারিত এই প্রামাণ্যচিত্রের জন্য বিবিসির বিরুদ্ধে মামলা করবেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি মনে করি আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলে দিয়েছে।’

২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে দাঙ্গার আগে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা আমাদের সাহসী সিনেটর, কংগ্রেস সদস্য ও মহিলাদের উৎসাহিত করব।’

এই বক্তব্যের প্রায় ৫০ মিনিট পরে তিনি বলেন, ‘আমরা লড়াই করি। আমরা নরকীয় লড়াই করি।’

প্যানোরামা অনুষ্ঠানে দেখানো ক্লিপটিতে দুটি অংশ এক করে দেখানো হয়, যেখানে তিনি বলছেন–আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমি তোমাদের ‍সঙ্গে থাকব। আমরা লড়াই করি। আমরা নরকীয় লড়াই করি।

বিবিসিতে এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যেখানে মনে হয় তিনি সরাসরি সহিংসতা উসকে দিচ্ছেন।

যদিও বিবিসি নভেম্বর মাসে এই ভুল সম্পাদনার জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল। তবে তারা কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি।

মামলা দায়েরের বিষয়ে বিবিসি এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫





Follow Us