• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:৫৮ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলের তাণ্ডব, গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

৩০ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩৪:৫৫

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরাইলের সামরিক হামলা অব্যাহত রয়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

Ad

স্থানীয় সময় ২৯ নভেম্বর শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকাজুড়ে কমপক্ষে ৭০ হাজার ১০০ জন নিহত হয়েছে। একইসময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জনেরও বেশি।

গত অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।

শনিবার হাসপাতাল সূত্র জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, সকালে আল-ফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক নাগরিকের ওপর ড্রোন বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এসময় দুইভাই জুমা ও ফাদি তামের আবু আসি নিহত হন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ড্রোনের হামলায় গুরুতর আহত দুই ছেলেকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

গাজার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ৫৩৫টি ইসরাইলি হামলা রেকর্ড করা হয়েছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযান আরোও তীব্র হয়েছে। স্থানীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই অভিযানে ২০০-এর বেশি ফিলিস্তিনি আহত হন।

তাদের মধ্যে ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তুবাস শহর এবং আশেপাশের গ্রাম আক্কাবা ও তায়াসিরে অভিযান চালায় ইসরাইলি সেনারা। গত চার দিনে অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় ক্বালকিলিয়া, জেনিন ও নাবলাসে আরও নয়জনকে আটক করা হয়।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১

সংবাদ ছবি
ভূমিকম্পে আতঙ্ক নয়, সতর্ক হওয়ার আহ্বান
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৩৬






সংবাদ ছবি
সৌদিতে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:২৯


সংবাদ ছবি
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৪৯


Follow Us