• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৫২:০৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২৪ জুন ২০২৫ সকাল ০৯:০৮:০৫

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ইসরাইলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে তেল আবিব। ২৪ জুন মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলের সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটির বেশ কয়েকটি এলাকায় অ্যালার্ম বাজানো হয়েছে এবং তারা প্রজেক্টাইলগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে।
 
সতর্কতা পাওয়ার পর, জনসাধারণকে একটি সুরক্ষিত স্থানে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। 

এদিকে, টাইমস অব ইসরাইল জানিয়েছে, উত্তর ইসরাইলের পাশাপাশি দেশের দক্ষিণেও সাইরেন বেজেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির দাবি করেন। ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির দাবি করেন তিনি। কিন্তু ইসরাইল আনুষ্ঠানিকভাবে এখনও যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরান বলেছে, যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি।

ইরান বলেছে, ইসরাইল হামলা বন্ধ করলে তারাও জবাব দেয়া থামাবে। কিন্তু হামলা বন্ধ না হলে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:৪৪

সংবাদ ছবি
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:০৬

সংবাদ ছবি
আজও হতে পারে বৃষ্টি
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:২৫





সংবাদ ছবি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪
১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৩১