• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:২৮:৩১ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা চলছেই

১৯ জুন ২০২৫ সকাল ০৮:৫৯:৪৫

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরাইল। ১৮ জুন বুধবার রাতভর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করে এসব হামলা প্রতিহতের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী।

Ad

পাল্টাপাল্টি হামলায় ইরান-ইসরাইল সংঘাত এখন তুঙ্গে। বুধবার রাতেও ইসরাইলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের দাবি, তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে। এতে ক্ষয়ক্ষতিরও দাবি করেছে তেহরান। 

ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীও।

এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরাইল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে ইসরাইল। 

নেতানিয়াহু প্রশাসনের দাবি, ইসরাইলে এ পর্যন্ত ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুড়েছে ইরান।

বুধবার জাতির উদ্দেশে এক ভিডিও বার্তায়, ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। কারও চাপিয়ে দেয়া যুদ্ধও তেহরান মানবে না বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।

তিনি বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানকে জানে, এই জাতির ইতিহাস জানে, তারা কখনো এই দেশের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলে না। আর আমেরিকানদের জানা উচিত, মার্কিন যেকোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইসরাইল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে।

এদিকে আয়াতুল্লাহ খামেনির আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ‘ভুল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরান ৬০ দিন সময় পেয়েছিল কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। ইরানে ইসরাইলের হামলায় যোগ দেবেন কি না, তা নিয়েও প্রশ্ন জিইয়ে রাখেন ট্রাম্প। জানান, ইরানে হামলায় অংশ নেয়া প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। 
 
ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে ট্রাম্পের এই দাবি ‘মিথ্যা’ বলে মন্তব্য তাদের।

অন্যদিকে ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার সিনেট আর্মড ফোর্সেস কমিটিতে দেয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, কয়েকদিনের মধ্যেই ইরান-ইসরাইল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১

সংবাদ ছবি
ভূমিকম্পে আতঙ্ক নয়, সতর্ক হওয়ার আহ্বান
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৩৬






Follow Us