• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:৫৭:৫৭ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সিজেএফবি’র অ্যাওয়ার্ড

১৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৮:০৫

সংবাদ ছবি

বিনোদন প্রতিবেদক: জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ড। আসরে চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় জুরিবোর্ডের রায়ে সেরাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করে সংগঠনটি।

Ad

১৭ অক্টোবর শুক্রবার রাতে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

Ad
Ad

সংগঠনের সভাপতি এনাম সরকারের সভাপতিত্বে অতিথি ছিলেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুস সালাম। 

শুভেচ্ছা জ্ঞাপন করেন সংগঠনের উপদেষ্টা তামিম হাসান। 

একুশে টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুস সালাম বলেন, ‘একুশে টেলিভিশন বাংলাদেশের সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় নিরলসভাবে কাজ করছে। সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করলে দেশ এগিয়ে যাবে এবং দেশীয় সংস্কৃতি এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে।’ 

সিজেএফবি’র যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান বলেন, ‘জমকালো আয়োজনে ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রতিবছরই দেশের শোবিজ অঙ্গনের গুণী ও মেধাবী শিল্পীদের স্বীকৃতি দিতে পারব। এই পুরস্কার শুধু সম্মাননা নয়, বরং এটি ভালো কাজের অনুপ্রেরণাও। সিজেএফবি বরাবরই দেশের সাংস্কৃতিক অগ্রগতির পথে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’ 

মনোজ্ঞ এই আয়োজনের শুরুতেই জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনকে প্রদান করা হয় স্পেশাল অ্যাওয়ার্ড। আয়োজনের ধারাবাহিকতায় রাতের এই আলো ঝলমলে আসরে চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের শিল্পীদেরকে পুরস্কার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন শাকিব খান, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন মাসুমা রহমান নাবিলা ও বেস্ট ক্রিটিক অ্যাওয়ার্ড ক্রিটিকস ফিমেইল অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান। 

নাটক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা, সেরা নাট্যাভিনেতার পুরস্কার পেয়েছেন জিয়াউল হক পলাশ, ওয়েব ফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ।

 সংগীত বিভাগে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল, সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন সোমনূর মনির কোনাল, সেরা মিউজিক কম্পোজারের পুরস্কারে ভূষিত হয়েছেন প্রিন্স মাহমুদ, সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন আসিফ ইকবাল। 

এছাড়াও বর্ণাঢ্য এই আয়োজনে সংস্কৃতি ও কর্পোরেট অঙ্গনের ১৩ জনকে প্রদান করা হয় সিজেএফবি জুরি অ্যাওয়ার্ড। তারকাখচিত এই আসরে সংগীত পরিবেশন করেন বেবী নাজনীন, কোনাল, ইমরান, ঐশী। নৃত্য পরিবেশ করেন চিত্রনায়িকা পূর্ণিমা, চাঁদনী, তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী, সজল ও তাসনুভা তিশা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১


Follow Us