• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:০২:৩৭ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

ভারতে এইউএপি’র সাধারণ অধিবেশনে সবুর খানের উদ্বোধনী বক্তব্য

২১ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৪:২৩

সংবাদ ছবি

নিউজ ডেস্ক: অ্যাসোসিয়েশন অব দ্য ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি)- এর ১৭ তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণ করেছেন সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশ্বের নানান প্রান্তের একাডেমিক নেতৃবৃন্দ, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদদের অংশগ্রহণে ঐতিহাসিক এই সম্মেলনে উচ্চ শিক্ষার উন্নয়নে বিশ্ববিদ্যালয়সমূহের পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

Ad

১৮ থেকে ২০ নভেম্বর ভারতের ভোপালের জাগরণ লেকসিটি ইউনিভার্সিটিতে (জেএলইউ) ‘দ্য প্যারাডাইম শিফট ইন হায়ার এডুকেশন: ভ্যালুজ অব লাইফ’ শিরোনামে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধনী বক্তব্য দেন ড. মো. সবুর খান। এছাড়া সম্মেলনটি উদ্বোধন করেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। তিনি উচ্চশিক্ষার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এইউএপি-এর প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রী রাজেন্দ্র শুক্লা।

Ad
Ad

ড. মো. সবুর খান তার উদ্বোধনী বক্তব্যে এইউএপি-এর এই সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং উচ্চশিক্ষার উন্নয়নে বৈশ্বিক সহযোগিতা, উদ্ভাবন এবং স্থায়িত্ব নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। এছাড়া সম্মিলিতভাবে নিজেদের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণের ব্যাপারেও তিনি জোর দেন। এছাড়া উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে যথাযথ মূল্যবোধ ও দক্ষতা অর্জন যেন নিশ্চিত হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখবার আহ্বান জানান তিনি। সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য এই প্রজন্মের শিক্ষার্থীদের গুরুত্ব ও তাদেরকে সে জন্য প্রস্তুত করে তোলার ব্যাপারে নীতিনির্ধারকদের আরও কাজ করার পরামর্শ দেন ড. খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা, যেমন জাগরণ লেকসিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর এবং এইউএপি-এর প্রথম সহ-সভাপতি হরি মোহন গুপ্ত, রোমানিয়ার ডানুবিয়াস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং এইউএপি-এর দ্বিতীয় সহ-সভাপতি ড. অ্যান্ডি পুসকা এবং এইউএপি-এর সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. অনুপ স্বরূপ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১

সংবাদ ছবি
ভূমিকম্পে আতঙ্ক নয়, সতর্ক হওয়ার আহ্বান
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৩৬






সংবাদ ছবি
সৌদিতে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:২৯


সংবাদ ছবি
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৪৯


Follow Us