• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩২ রাত ১২:৩৬:২০ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

অর্থনীতি

ব্যাংক লোকসানে থাকলে কর্মকর্তারা বোনাস পাবেন না: গভর্নর

৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০০:১৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে হয় এবং প্রভিশন লস করে তাহলে ডিভিডেন্ড ও বোনাস দিতে পারবে না। এছাড়া কোনো কর্মকর্তাকে বোনাস দেয়া হবে না।

৬ সেপ্টেম্বর শনিবার রাজধানীর এক হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশ এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ; আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ, আগামীর অর্থনীতি বিষয়ক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেছেন, চেষ্টা করছি বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করার। গত কয়েক বছর অর্থ ব্যবস্থায় শঙ্কা তৈরি হয়, একটা অস্থিরতা বিরাজ করছিল সেখান থেকে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি এবং আংশিক হলেও কাজ করছি। ব্যালেন্স অব পেমেন্ট সবগুলোতেই উদ্বৃত্ত আছে এর কারণ হলো রেমিট্যান্সপ্রবাহ ২১ শতাংশ বেড়েছে আর সংকটের মধ্যে রফতানিও বেড়েছে।

গভর্নর বলেন, ওপর মহল থেকেও কমিশন বাণিজ্য যেভাবে হতো তবে হুন্ডিও কমে এসেছে। ৩০ শতাংশ লিকেজ হতো প্রবাসী আয়ের। আমদানি কমেনি তবে মূল্যটা কমে এসেছে। মূল্য বাড়িয়ে পাচার করার মানুষ এখন দেশে নেই তাই ব্যয় কমেছে। যেভাবে অর্থ পাচার হতো সেভাবে এখন হয় না। এর পেছনে কাজ করছে সুশাসন। এজন্যই বেড়েছে রিজার্ভ।

তিনি বলেন, ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে হয় এবং প্রভিশন লস করে তাহলে ডিভিডেন্ড ও বোনাস দিতে পারবে না। এ ছাড়া কোনো কর্মকর্তাকে বোনাস দেয়া হবে না। যদি তারা প্রভিশন লস করেন। তিন মাসের ঋণ অনাদায়ি থাকলে তাকে নন-পারফর্মিং লোন হিসেবে ধরা হবে।

জুনের খেলাপি রিপোর্টে ৩০ শতাংশ খেলাপির আশঙ্কা করা হচ্ছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকারের সাথে রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে আলোচনা শুরু হবে ৫টি ব্যাংককে একীভূত করার বিষয়ে। এক-দুই বছরের মধ্যে ভালো করবে। কর্মকর্তা ও আমানতকারীদের জন্যও ভালো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নাগেশ্বরীতে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪
৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৯:১৭



সংবাদ ছবি
কেরানীগঞ্জে মায়ের হাতে ছেলে খুন
৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:০৫

সংবাদ ছবি
সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল, আটক ১
৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪১:২১

সংবাদ ছবি
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৮০ জন
৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩:৪৩

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে মেট্রো রেলের দাবিতে মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৫:৫৩