• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:১০:১০ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার ২

৩০ জুন ২০২৫ বিকাল ০৪:৪৯:২২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানার আওতাধীন মীরহাজিরবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

২৯ জুন রোববার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, মীরহাজিরবাগ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তারা সমগ্র এলাকার মাদক, চাঁদাবাজি, ছিনতাই, খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প হতে ক্যাপ্টেন মইনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল ওই বাসায় অভিযান পরিচালনা করে এবং তিনটি বিদেশি পিস্তল, একটি আমেরিকান রিভলভার, ১১ রাউন্ড পিস্তলের গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময়ে তারা আনিস ও হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে যৌথ বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫