• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৫৫:৪০ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গয়েশ্বর চন্দ্র

২৯ নভেম্বর ২০২৫ রাত ০৯:১৬:৪৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এবারের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে অনেক পরিবর্তন আসবে। রাষ্ট্রে যাতে মানুষে মানুষে বৈষম্য দূর হয়, নারী-পুরুষে বৈষম্য দূর হয়, হিন্দু-মুসলমানের বৈষম্য না থাকে এবং ধনী-গরীবের বৈষম্য দূর হয়; এমন বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

Ad

২৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরের রায় বাহাদুর শ্রীনাথ ইনিস্টিউট খেলার মাঠে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থনে সনাতন ধর্মাবলম্বীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Ad
Ad

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে এখন একটি শক্তি আছে, সেটি সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথাচাড়া দিয়ে উঠে তাহলে কী হবে, দেশের মানুষ কিছুটা হলেও বুঝতে পারছে।’

তিনি আরও বলেন, ‘আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই, পালিয়ে গেছে। তাহলে বিএনপি লড়াই করবে কার সঙ্গে। সেই সুযোগে সাম্প্রদায়িক শক্তি এক হচ্ছে, দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে।’

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দলের এই সিনিয়র নেতা বলেন, যদি দেশনেত্রী না থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় দেখা দেবে।

সমাবেশে আলী আজগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধনন্দন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সনাতন ধর্মাবলম্বী নেতারা এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১


Follow Us