• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:১৩:২২ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

নাটোরে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতাল বন্ধের নির্দেশ

১৯ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৩:৫৮

সংবাদ ছবি

নাটোর প্রতিনিধি: ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পাওয়ায় নাটোর শহরের কানাইখালী এলাকায় অবস্থিত বেসরকারি আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফীন।

Ad

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি এ নির্দেশনা দেন।

Ad
Ad

সিভিল সার্জন জানান, গত ২৭ জুলাই নাটোরের একডালা নারায়নপুর গ্রামের গার্মেন্টস কর্মী মানিক মিয়া তলপেটে ব্যথা নিয়ে আল-হেরা হাসপাতালে ভর্তি হন। ওইদিনই হাসপাতালের মালিক ডা. শামিম উদ্দিন এক সহযোগীকে নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন।

অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে এক সপ্তাহ পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা আল-হেরা হাসপাতালের ভুল চিকিৎসার বিষয়টি শনাক্ত করেন। এরপর থেকেই মানিক মিয়া তার সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে, এ ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় রোগীর স্বজনদের হুমকিও দেন অভিযুক্ত চিকিৎসক ডা. শামিম উদ্দিন। পরবর্তীতে রোগীর পরিবার লিখিত অভিযোগ করলে এবং তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন।

এদিকে, জেলা ক্লিনিক মালিক সমিতির নেতারা রোগীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন এবং সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আল-হেরা হাসপাতালের মালিক ডা. শামিম উদ্দিন মোবাইল ফোনে বলেন, তিনি এ বিষয়ে সাক্ষাতে কথা বলবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১


Follow Us