• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:৪৮:০১ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

গোবিন্দগঞ্জে বাস চাপায় সিএনজির ৪ যাত্রী নিহত

২১ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:১৮:৫৪

মাসুম লুমেন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। ২১ এপ্রিল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বালুয়া বাজারের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।

Ad

জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী তোহা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫৮৩৭৬) গোবিন্দগঞ্জের বালুয়া বাজারের ৫০ গজ উত্তরে তালতলা নামক স্থানে পৌঁছলে পলাশবাড়ী অভিমুখে যাওয়া যাত্রীবাহী একটি সিএনজিকে পিছনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পলাশবাড়ী উপজেলার শ্রীকলা গ্রামের আবু বকর মিয়ার ছেলে ইদ্রিস আলী (২৮) এবং একই গ্রামের এনামুল হকের ছেলে রোহান মিয়া (২২)। বাকি দু’জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘ঘাতক বাসটিকে থানায় জব্দ করা হয়েছে। এছাড়া নিহত দুই যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১

সংবাদ ছবি
ভূমিকম্পে আতঙ্ক নয়, সতর্ক হওয়ার আহ্বান
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৩৬




Follow Us