• ঢাকা
  • |
  • সোমবার ৫ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:২৪:৩৬ (20-Oct-2025)
  • - ৩৩° সে:

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জবির অংকন

২৪ আগস্ট ২০২৩ সকাল ১১:১৬:০১

সংবাদ ছবি

অমৃত রায়, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭তম আবর্তনের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম অংকনের ‘ফাস্টেস্ট টাইম টু সেটআপ এন্ড টপেল ফাইভ ইরেজার’ এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম উল্লেখ করে ইমেইল এসেছে ২৩ আগস্ট বুধবার এ সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে, সাক্ষাৎকারে অংকন জানায় তার পথচলার কথা।

Ad
Ad

প্রশ্ন: কী কাজের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হলো?
উত্তর: শুয়ে রাখা পাঁচটি রাবার (ইরেজার) দাঁড় করিয়ে একটির উপর আরেকটি ফেলে দেওয়া। যেটাকে ‘ফাস্টেস্ট টাইম টু সেটআপ এন্ড টপেল ফাইভ ইরেজার’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ জায়গা দেওয়া হয়েছে।

Ad

প্রশ্ন: আগে এ রেকর্ড কার দখলে ছিলো?
উত্তর: পূর্বের রেকর্ড মালেশিয়ার একজন নাগরিকের ছিল। তিনি এটা করেছিলেন ৩.৬৪ সেকেন্ডে। আমার করতে সময় লেগেছে ২.৪৭ সেকেন্ড।

প্রশ্ন: আপনার এ পথে আসা কিভাবে?
উত্তর: ছোট থেকেই আমার নতুন বা প্রোডাক্টিভ কিছু করার ইচ্ছা। করোনাকালে ঘরে বসে প্রচুর সময় নষ্ট হচ্ছিলো। হুট করে একদিন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের চিন্তা মাথায় এলো। এরপর থেকে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করলাম। এর আগে আরোও তিনিটি রেকর্ডের অ্যাটেম্প নেই কিন্তু সফলতা ছুঁতে পারিনি।

প্রশ্ন: কতদিন ধরে এগুচ্ছেন?
উত্তর: ওই যে বললাম, করোনা মহামারির সময় থেকে, ২০২০ সালের মাঝামাঝি হবে। প্রায় তিন বছর হলো।

প্রশ্ন: শুরুটা কেমন ছিলো?
উত্তর: শুরুটা যেমন কঠিন ছিল, তেমনি ছিল রোমাঞ্চকর। শুরুতে একা একাই এগুতে হয়েছে। ইন্টারনেট ঘেঁটে এসকল বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করাটা ছিল সবচেয়ে কঠিন। কারণ, হাতের কাছে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কিত ধারণা পাওয়ার কোনো সুযোগ ছিল না। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটেও যেসব তথ্য দেওয়া, সেইগুলো আমার কাছে পরিষ্কার ছিল না। এইসব প্রতিকূলতার মধ্যেও যেখানে যা পেয়েছি, তাই নিয়েই এগিয়েছি।

প্রশ্ন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম আসায় আপনার অনুভূতি? 
উত্তর: সকল প্রসংশা মহান রবের। আমার অনুভূতি আপাতত বলে প্রকাশ করার মতো না। আমি অনেক অনেক খুশি। দীর্ঘ সময় অনুশীলন এবং প্রতিক্ষার পর আমার সময় ও শ্রম স্বার্থক।

প্রশ্ন: এটার জন্য সবচেয়ে বেশি প্রেরণা কার থেকে পেয়েছেন?
উত্তর: যারা আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেন, অবহেলা করেন, তারাই আমার প্রেরণা। তাদের এমন আচরণ আমার ভেতরে জেদ তৈরি করে। জেদটা হলো, আমি তাদের করে দেখাব।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
শেখ হাসিনা খালাস পাবেন, প্রত্যাশা আইনজীবীর
২০ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৫৯:০৪




সংবাদ ছবি
পানিফল চাষে কয়েকগুণ লাভ!
২০ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৪০:৩২

সংবাদ ছবি
ভোটের মাঠে থাকবে ৯০ থেকে ১ লাখ সেনা: ইসি সচিব
২০ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৫:৩৮




Follow Us