• ঢাকা
  • |
  • সোমবার ৫ই কার্তিক ১৪৩২ দুপুর ০১:৪৭:৩৫ (20-Oct-2025)
  • - ৩৩° সে:

জুবায়েদ হত্যার দ্রুত বিচার দাবিতে ইবিতে ছাত্রদলের মিছিল

২০ অক্টোবর ২০২৫ সকাল ১০:৫৮:৫৮

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

১৯ অক্টোবর রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য আবু সাঈদ রনি, রাফিজ আহম্মেদ, নূর উদ্দিন, রোকনুজ্জামান, স্বাক্ষরসহ আরও অনেকে।

Ad

সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “৫ আগস্টের পর আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু একের পর এক আমাদের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছোট ভাই জুবায়েদকে একটি চক্র নির্মমভাবে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত ইবি ছাত্রদলের আন্দোলন চলবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীদের জন্য হলে সিটের ব্যবস্থা, অনিয়মিতদের উচ্ছেদ, ডিজিটাল পেমেন্ট চালু ও ইকসু দ্রুত গঠনেরও দাবি জানাচ্ছি।’

উল্লখ্য, নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি জবি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করতেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী জুবায়েদ নিহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us