• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৪১:৪৮ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

২০ জুন ২০২৫ সকাল ১০:৫৬:৩২

সংবাদ ছবি

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, রিসার্চ ফেয়ার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

১৯ জুন বৃহস্পতিবার নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবিতে আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয় এই দিনে। মূলত এই দিবস উপলক্ষে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়ার জন্যই এই সভা। আমাদের এবারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রিসার্চ ফেয়ার অনুষ্ঠিত হবে। এতে নোবিপ্রবির ৩৩টি বিভাগের স্টল স্থান পাবে। যাতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ এবং ইনস্টিটিউট তাদের গবেষণা, কার্যক্রম এবং বিশেষত্ব তুলে ধরবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার জন্য প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ পাঁচ বছরে শিক্ষকদের গবেষণা কার্যক্রমের উপর ভিত্তি করে শিক্ষকদেরকে বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষা ও গবেষণায় যারা আরো বেশি ভালো অবদান রেখেছেন তাদেরকে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড এবং নারী শিক্ষকদের গবেষণা কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ উইমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপাচার্য আরও বলেন, নোবিপ্রবি ১৯ পেরিয়ে ২০ বছরে পদার্পণের এই ক্ষণে বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কুল, কলেজ, টিএসটি, ক্যাফেটেরিয়াসহ, শিক্ষার্থীবান্ধব যা যা স্থাপন করা প্রয়োজন তার সবই করার উদ্যোগ গ্রহণ করা হবে।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. গাজী মো. মহসিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. শিবলুর রহমান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০