• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:০৫:২৪ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ভালোবাসা দিবসে বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষেধ

১৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৫৫:২৪

সংবাদ ছবি

বেরোবি প্রতিনিধি: ভালোবাসা দিবসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বহিরাগত প্রবেশ নিষেধ করেছেন বেরোবি প্রশাসন। ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান।

১২ ফেব্রুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টা হতে ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। উক্ত সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো।

ভালোবাসা দিবসে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ বিষয়ে প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘বৃহত্তর স্বার্থেই ভালোবাসা দিবসেও ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়া আগামীকাল ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তাই সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি শনিবার বেরোবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪



সংবাদ ছবি
নতুন সম্পর্ক খুঁজছেন তামান্না
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:৩৪