• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:২৯:১৯ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

ববি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:২১:৫৭

সংবাদ ছবি

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী, নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবীন সদস্যদের চাবির রিং ও কলম প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

Ad

আলোচনা সভার পরে বেলা ১টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া প্রশিক্ষণ কর্মশালায়ে সেরা প্রতিবেদক দুজন ও একজনকে সেরা সংগঠক হিসেবে নির্বাচিত করে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Ad
Ad

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সাংবাদিকরা সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের যেকোন অর্জন নিয়ে তারা তথ্য প্রকাশ করেছে। সামনেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তারা কাজ করে যাবে এবং সত্য তথ্য প্রকাশ করবে বলে বিশ্বাস করি।

বিশষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সাংবাদিকতা শুধু একটি মহান পেশা নয়, এটি একটি দায়িত্বশীল জায়গাও। আমরা দেখেছি স্বৈরাচারের সময়ে অনেকে কিভাবে সাংবাদিকতাকে কলুষিত করেছে। সাংবাদিকতার কাজ সত্য তথ্য তুলে ধরা ও প্রশ্ন করা। কিন্তু তাদের প্রশ্ন করার ধরণ ছিলো ভিন্ন ও উদ্দেশ্যমূলক।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, ডেইলি স্টারের সাংবাদিক শুশান্ত ঘোষ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। নবীন সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুল কাদের জীবন।

ববি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নওরিন নুর তিষার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সহকারী প্রক্টর, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, কর্মকর্তা ও ববি প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১


Follow Us