• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৩২:৩৪ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

মাভাবিপ্রবির শেখ রাসেল হল ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান

১০ জুলাই ২০২৪ সকাল ০৯:১২:২৭

সংবাদ ছবি

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ছাত্রলীগের উদ্যোগে আমাদের হল-আমরাই রাখবো পরিষ্কার এ স্লোগানকে ধারণ করে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

৯ জুলাই মঙ্গলবার সকালে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলীর সহযোগিতায় হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্যোগে এ পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এ সময় হলের ভিতরে ও বাহিরে পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে ছাত্রলীগ কর্মী বিশ্বজিৎ দাস বলেন, হলের শিক্ষার্থীরা হলের বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় জিনিস ফেলে নোংরা করে রাখে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে সেটি মোটেও কাম্য নয়।

এ বিষয়ে ছাত্রলীগ কর্মী তামিম তাজ বলেন, প্রভোস্ট মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় হল ছাত্রলীগের কর্মীদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ছাত্রলীগ‌ একটি ছাত্রবান্ধব সংগঠন এবং সর্বদা ছাত্রকল্যাণে অগ্রগামী।

শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ছাত্ররা হল পরিষ্কার না করলেও যেনো নোংরা না করেন, এটা ছাত্রদের আবাসস্থল। তারা যেনো সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করতে পারে সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হওয়া উচিৎ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৭

সংবাদ ছবি
ড. কামাল হোসেন হাসপাতালে
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

সংবাদ ছবি
শরীয়তপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৪