• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৩৪:১২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী

২২ মার্চ ২০২৪ সকাল ০৮:৩৪:৫১

সংবাদ ছবি

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আলোকচিত্রী প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে ১৯ মার্চ থেকে ২১ মার্চ তিন দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন হাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র সাধারণ সম্পাদক হাসিবুল আলম হৃদয়।

আয়োজনের ব্যাপারে সাধারণ সম্পাদক হাসিবুল আলম হৃদয় বলেন, আমাদের এক্সিবিশনের মূল থিম হলো বসন্তে মানুষ ও প্রকৃতির পরিবর্তন। আমরা ফটোগ্রাফারদের ছবিগুলোর মাধ্যমে মানুষকে অন্য এক দৃষ্টিভঙ্গি দেখাতে চেয়েছি। প্রকৃতি, মানুষের জীবন বা দৃশ্যগুলোকে যে এভাবেও দেখা যায় সেটা তুলে ধরাই আমাদের লক্ষ্য ছিল।

২১ মার্চ বৃহস্পতিবার প্রদর্শনী শেষে ছবি দিয়ে অংশগ্রহণকারী ফটোগ্রাফার শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয় ।

এ বিষয়ে ফটোগ্রাফি এক্সিবিশন আয়োজক টিমের সদস্য সায়েম আবরার বলেন, হাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব অত্যন্ত সফলভাবে একটি ফটো এক্সিবিশন আয়োজন করেছে। এই প্রোগ্রামে সিনিয়র এবং জুনিয়র শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফারসহ সদস্যরা অংশ নেয়। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যামেরা ও ছবি তৈরির দক্ষতা উন্নত করেছে, পাশাপাশি সৃজনশীল এবং সহযোগী মনোভাব গড়ে তুলেছে।

প্রদর্শনীতে আসা পদার্থবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী রিফাত রহমান বলেন, ‘প্রদর্শনীতে  অভিনবত্ব আছে। সব ধরনের ছবিই ভালো লেগেছে। হাবিপ্রবিতে এমন আয়োজন নতুন সম্ভাবনা দ্বার উন্নমোচন করবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:৪৪

সংবাদ ছবি
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:০৬

সংবাদ ছবি
আজও হতে পারে বৃষ্টি
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:২৫





সংবাদ ছবি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪
১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৩১