বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপির উপজেলা শাখার আহবায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপুর সভাপতিত্বে এনসিপির উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাজদার রহমান, সদস্য সচিব মুনজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোনায়েম ইসলাম রুমী ও মাশরাফি বিন মোস্তফা সাফাতসহ স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন।


সভাপতির বক্তব্যে প্রভাষক আরিফুল ইসলাম তপু বলেন, শরীফ ওসমান হাদীর উপর হামলা গণতন্ত্র ও নাগরিক অধিকারের কণ্ঠ রোধের অপচেষ্টা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পরে শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available