• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৭:৩৯ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

হাওরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা

২৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:২৬

সংবাদ ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসন থেকে সমাজকর্মী, গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

Ad

২৭ নভেম্বর বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকায় গেলে হাওরবাসীর উষ্ণ ভালোবাসায় সিক্ত হন তিনি।

Ad
Ad

অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন এলাকার বিপুল সংখ্যক মানুষ বাজিতপুর পাটুলি ঘাটে ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন। তার প্রথম দিনের কর্মসূচিতে হাওরের ভাতসালা ও জিরো পয়েন্ট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

এরপর তিনি অষ্টগ্রামের শাহ কুতুব মসজিদ সংলগ্ন কবরস্থানে মাজার জিয়ারত করেন।

পথজুড়ে হাওরের সাধারণ মানুষ সড়কের দু’ধারে দাঁড়িয়ে দুই হাত নেড়ে তাকে অভিবাদন জানান। বহু মানুষ ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন। অষ্টগ্রামের হুমায়ূনপুর ঘাটে গণসংযোগ শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

কাজী রেহা কবির সিগমা বলেন, “হাওরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছেন তাতে আমি অভিভূত। ছোটবেলা থেকেই এখানকার মানুষের জন্য কাজ করার ইচ্ছা ছিল। আমার বাবা ও চাচার দেখানো পথ অনুসরণ করে আমি এই এলাকার জন্য কাজ করতে চাই। আমি চাই এলাকার মানুষ সুন্দর, শান্তিপূর্ণ সমাজে বসবাস করুক। পারিবারিক মূল্যবোধ ছাড়া ভালো সমাজ গড়া সম্ভব নয়। অষ্টগ্রামের মেয়ে হিসেবে এখন সময় এসেছে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের মানুষের জন্য কাজ করার। আমি বিশ্বাস করি— কথার ফুলঝুরি কমিয়ে কাজের পরিমাণ বাড়ালেই এলাকার উন্নতি সম্ভব।”

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে ছিলেন।

তিনি আরও বলেন, “হাওরের মানুষের ভোট নিয়ে অতীতে যারা সংসদে গেছেন, তারা এখানকার ভাগ্যবঞ্চিত মানুষের জন্য কাজ করেননি। নির্বাচিত হলে আমি অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব। মানুষের উন্নয়ন এবং হাওরের সার্বিক কল্যাণই হবে আমার মূল লক্ষ্য।”

অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন—এই তিনটি উপজেলার ২৪টি ইউনিয়নের মোট ১৫০টি ভোটকেন্দ্রে রয়েছে ৪,০৩,৭৬৪ জন ভোটার। প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর সাধারণ ভোটাররা তাকে ভালোবাসা ও পরিপূর্ণ সমর্থন জানাচ্ছেন। হাওরবাসীর এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে, কাজী রেহা কবির সিগমা দ্রুতই স্থানীয় মানুষের আশা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
সৌদিতে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:২৯


সংবাদ ছবি
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৪৯

সংবাদ ছবি
কৃষি উদ্ভাবনে বৈশ্বিক স্বীকৃতি পেলো উইগ্রো
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৯:৪০

সংবাদ ছবি
বিশ্বকাপ ২০২৬ ড্র দেখবেন যেভাবে
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:২৬







Follow Us