• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৫৩:১৭ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

বগুড়ায় গভীর রাতে পিনাকীর বাড়িতে আগুন দেয়ার চেষ্টা

৬ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪৪:০৯

সংবাদ ছবি

বগুড়া প্রতিনিধি: রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী চিকিৎসক পিনাকী ভট্টাচার্যের পৈতৃক বাড়িতে গভীর রাতে আগুন দেয়ার চেষ্টা চালিয়েছে ২ দুর্বৃত্ত।

Ad

৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তার পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজে দেখা যায়, দুইজন মুখোশধারী ব্যক্তি বাড়ির সামনে আসার পর তাদের একজন মোবাইলে পিনাকী ভট্টাচার্যের বাড়ির প্রধান ফটক এবং বাড়িটির ভিডিও করে। মিনিট দুয়েকের মধ্যে তারা বাড়ির প্রধান দরজার সামনে আগুন জ্বালিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়ে।

ঘটনার পর পিনাকী ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন— 'আমার বগুড়ার বাসার সামনের দরজায় রাত দুইটায় দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। বলুন তো, বগুড়ার শহরে আমার বাসায় আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগও এমন দুঃসাহস করেনি। আমার বাসায় বৃদ্ধা মা থাকেন, সেই বোধটুকুও এদের নেই। এরা রাজনীতি করতে এসেছে। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা চাইছি এবং এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাতের আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। কেউ আমাকে ভয় দেখাতে পারবে না। আমার কণ্ঠস্বর থামবে না— ইনকিলাব জিন্দাবাদ।'

ঘটনার পর বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, আগুনে পিনাকী ভট্টাচার্যের বাড়ির অথবা বাড়িতে বসবাস করা কারো কোনো ক্ষতি হয়নি। তবে আগুন ছড়িয়ে পড়লে ক্ষতির আশঙ্কা ছিল। যদিও কয়েক মিনিট পর আগুনটি নিভে গেছে। কারা, কী উদ্দেশ্যে এই হামলার চেষ্টা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং বিশিষ্ট সংস্কৃতির ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের পুত্র পিনাকী ভট্টাচার্য। বছর কয়েক আগে শ্যামল ভট্টাচার্য পরলোকগমন করার পর থেকে পিনাকী ভট্টাচার্যের মা তাদের বগুড়ার এই বাড়িতে একাই বসবাস করছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১


Follow Us