• ঢাকা
  • |
  • সোমবার ৫ই কার্তিক ১৪৩২ দুপুর ০১:৪৪:২৯ (20-Oct-2025)
  • - ৩৩° সে:

নওগাঁয় ৩ চোরাকারবারী আটক, বিপুল পরিমাণ মাদক জব্দ

১৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৩:০৮

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে আবারও বড় সাফল্য অর্জন করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

১৪ ও ১৫ অক্টোবর সোমবার ও মঙ্গলবার টানা দুই দিনের অভিযানে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল উদয়শ্রী ও উত্তর চকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে।

Ad
Ad

অভিযানে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ চোরাকারবারীকে আটক করা হয়। তারা হলেন উদয়শ্রী এলাকার মো. ফারুক হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), একই এলাকার শ্রী বিনয় চন্দ্র বর্মনের ছেলে শ্রী বিনয় চন্দ্র বর্মন ও উত্তরচকরহমত এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মো. আতাবুল ইসলাম (৪০)।

Ad

অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়।

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us